আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না

Admin
0




আসসালামু আলাইকুম আশাকরি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো ও সুস্থ আছেন৷  আমিও অনেক ভালো ও সুস্থ আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝে।



আমাদের এই জীবন টা খুব ক্ষনিকের একটি জীবন।  এই ছোট্র জীবনে কত যে সুখ,দুঃখ, নানা ধরনের কঠিন সহজ পরিস্তিতি প্রতি পরতে পরতে সাজানো থাকে তা সেই বুঝতে পারে যে এর মধ্যে দিয়ে অতিক্রম করে। 

এই ছোট্র জীবনের পর রয়েছে অনন্ত কালের এক জীবন। যা আমরা প্রতিটি মুসলিম বিশ্বাস করি। তবে এটা যে শুধু আমরা মুসলিমরাই বিশ্বাস করি যে তা নয়  বরং প্রতিটি ধর্মই বিশ্বাস করে এই জীবনের পর আরেকটি জীবন রয়েছে। কিন্ত একমাত্র মুসলিমরাই জানে সেই জীবন কতটা সুখের অপরদিকে কতটা ভয়াবহময় জীবন। যে জীবনের কখনো শেষ নেই, নেই কোন মৃত্যু নামক শব্দ।

সেই অনন্তকালের জীবন সবাই সেচ্ছায় বেছে নিতে চায়। ক্ষনিকের এই জীবনের একটু সমস্যা, একটু কঠিন পরিস্থিতি, একটু কষ্ট, কিছু মেনে নিতে না পারা সব কারনে নিজেকে শেষ করে দিয়ে আত্মহত্যার মত কঠিন পাপ কাজ বেছে।







তাহলে কি আত্মহত্যাই সমাধান? 

না এটা একদমি মারাত্মক ভুল কাজ।   জীবনকে সুখ, দুঃখ দিয়ে সাজানো হয়েছে। এর মধ্য দিয়েই প্রতিটি মানুষ কে অতিক্রম করতে হয়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সেই যাত্রাও কিন্ত সহজ ছিলনা।


আত্মহত্যার মুল কারন বলতে পারি বিষন্নতা, কোন কিছু মেনে নিতে না পারা।  যখন এই মনক্ষুন্নতার মাত্রা বাড়তে থাকে তখনি সে চায় সব কিছু থেকে নিজেকে আড়াল করতে। আর তখনি সিদ্ধান্ত নেয় আত্মহত্যার। 


একজন মুসলিম হিসেবে বিশ্বাস করতেই হবে যে এই জীবনের পরেও আরেকটি জীবন বাকি রয়েছে সেটা অনন্ত কালের যাত্রা এবং আত্মহত্যাকারী কখনই জান্নাতে প্রবেশ করবেনা। 



যারা অল্পতেই মন খারাপ হয় তাদের উচিত প্রতিটি মানুষের জীবনকে ভিতর বাহির উভয়দিক হতে উপলব্ধি করা। জীবনের বাস্তবতা বুঝতে শিখা। কেননা এর মাঝে জীবনকে বাচারমত বাচতে শিখাবে। প্রতিটি জীবনে যে কষ্ট দুঃখ মিশ্রিত থাকে এটা যে শুধু তার একার জীবনে নয় সেটা তার মাঝে উপলব্ধি হবে।


সে জানতে পারবে তিনি এখন যে অবস্থানে আছেন অন্য কেউ সেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে। তাই প্রতিটি মুহুর্তকে মেনে নিতে শিখতে হবে। তাহলে জীবনটাকে শত বাধা এর মাঝে বেচে থাকার জন্য শক্তি পাবে।


অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য। ফিড়ে আসবো আবার নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেয।

Post a Comment

0Comments
Post a Comment (0)