আজ নয় কাল করব!

Admin
0
আসসালামু আলাইকুম।  আশা করি আল্লাহর রহমতে আপনি ও আপনার পরিবারের সকলেই অনেক ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন বাংলায় লিখা পোস্ট পড়তে KH Bangla Info এর সাথেই থাকুন। 

আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু হচ্ছে অলসতা নামক অদৃশ্য অভ্যাসগত বস্ত যার কারনে আমরা যে কোন কাজই এখন করব না পরে করব বলে রেখে দেই।

এই এখন করব না পরে কিংবা আজ করব না কাল এই ব্যপারটি ধীরে ধীরে সেই ব্যক্তিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। তখন বিবেক জাগ্রত হয় ঠিকই কিন্ত  অনেক দেরি হয়ে যায়।
এই অলসতা নামক বস্ত কে যারা জীবনে প্রাধান্য দিয়েছে তারা জীবনে সফল হতে পারেনি। কারন এই অলসতা একজন ব্যক্তির জীবনের মূল্যবান সময় গুলো নষ্ট করে দেয়। আর আমরা সবাই জানি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষ করেনা।

প্রতিটি মানুষের জীবনে সময় একদম সীমিত। তাই সময়কে প্রাধান্য দেয়া উচিত, অলসতাকে ছুরে ফেলা উচিত এবং আজকের কাজ আজই করব এরকম মন মানসিকতা তৈরি করা উচিত।

যে কোন ভাল কাজ মনে আসার সাথে সাথে দ্রুত সেই কাজটি সম্পন্ন করার জন্য প্রস্ততি গ্রহন করা উচিত। এখন না পরে করব এটা বলা সবচেয়ে বড় ভুল বরং মারাত্মক ভুল কাজ।
আপনার জীবনে আর কতটুকু সময় বাকি আছে তা কেউ জানেনা। তাই এখন না পরে করব এটা বলা ভিত্তিহীন, যদি আর সময় বাকি না থাকে আপনার জীবনে তাহলে পরে কিভাবে করতে পারবেন? কখনো কি নিজেকে এই প্রশ্ন করেছেন।

অলসতাকে কোন ভাবেই আপনারা শরীরে বসবাস করতে দেয়া যাবে না। সময়ের কাজ গুলো সময়ে করে ফেলতে হবে। দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ, নামাজ, খাওয়া-দাওয়া, ঘুম, পড়া-শুনা, খেলাধুলা ইত্যাদি যথাসময়ে করে ফেলতে হবে। একবারের জন্যও বলা যাবেনা একটু পরে করি!

তাহলে একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে ও একজন সফল মানুষ হিসেবে জীবনকে অতিবাহিত করতে পারবেন। মনে রাখবেন জীবনে সফলতার অন্যতম অন্তরায় "অলসতা"।  বাংলায় একটই প্রবাদও রয়েছে, "অলস মস্তিষ্ক শয়তানের বাসা"

তাই নিজেকে অলস মানুষ নয় একজন কর্মঠ ও কঠোর পরিশ্রমি মানুষ হিসেবে গড়ে তুলুন। 

সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্ট টি পড়ার জন্য। আশাকরি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার নতুন টপিক নিয়ে হাজির হব আপনাদের কাছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেয।

Post a Comment

0Comments
Post a Comment (0)