আপনার ইউটিউব চ্যানেলের হোম পেইজে অন্য একটি চ্যানেল যুক্ত করুন ফিচারড চ্যানেল হিসেবে।

Admin
0
আসসালামু আলাইকুম
আশাকরি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। প্রতিদিন নিত্যনতুন বিভিন্ন টপিকে বাংলায় পোস্ট পড়তে KH Bangla Info  এর সাথেই থাকুন।

তো আজকের পোস্ট টি ইউটিউবার ভাইদের জন্য। যাদের একের অধিক চ্যানেল রয়েছে তারা কিভাবে আপনাদের ১টি চ্যানেলে অন্য আরেকটি চ্যানেল এড বা শো করবেন।

অনেকের ইউটিউব চ্যানেলে হোম পেইজে প্রবেশ করলে দেখে থাকবেন তাদের অন্য চ্যানেলটি শো করে। এতে করে সুবিধা হয় যে, আপনার প্রথম চ্যানেলের সাবস্ক্রাইবার্স বা মেম্বারসরা অন্য চ্যানেল টিও ভিজিট করে বা ভিজিট করার সম্ভাবনা থাকে।

আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন আমার অন্য আরেকটি চ্যানেল দেখা যাচ্ছে।

আমার ইউটিউব এর চ্যানেল এর লিংক পোস্ট এর শেষে দিয়ে দিবো সেখান থেকে দেখে নিতে পারবেন।

ইউটিউবের ওয়েব বিটা ভার্সন আপডেট হবার পর ইউটিবের সেটিংস গুলো অনেকেই বুঝতে পারেন না। যারা জানেন না তাদের জন্য পোস্ট টি শুরু করছি।lতো

 আপনার প্রথম চ্যানেলে অন্য বা দ্বিতীয় চ্যানেলটি এড করানোর জন্য গুগুল ক্রোম ব্রাউজারটি অপেন করুন।


ইউটিউব ওয়েবসাইটে গিয়ে আপনার জিমেইল দিয়ে ইউটিউব একাউন্ট টি লগ ইন করে নিন।


বিঃদ্রঃ আপনারা যে চ্যানেলটি এড করবেন সেটা হোক অন্য জিমেইলের কিংবা একই জিমেইল থেকে তৈরিকৃত ব্রান্ডেড চ্যানেল এতে কোন সমস্যা নেই। তবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে একটি লগো ও ভিডিও আপলোড করে রাখবেন এতে করে আপনার চ্যানেল টি খুজে পেতে সুবিধা হবে।

সেই সাথে চ্যানেলের জন্য নির্দিষ্ট কিওয়ার্ড ও সেট করে নিবেন। যারা জানেন কিভাবে চ্যানেল কিওয়ার্ড কিভাবে সেট করতে হয় আমি পোস্টের মাঝে বুঝিয়ে দিব।


আপনার প্রথম ইউটিউব একাউন্ট টি লগ ইন করার পর ব্রাউজারে ডেস্কটপ মোড অন করে দিন।

তারপর একটু zoom করে রাইট কর্নারে প্রফাইলে ক্লিক করে Settings এ চলে যান।

তারপর একটু Zoom করলেই দেখতে পাবেন
Channel Status and Features


তারপর left side bar এ নিচের দিক থেকে Customization এ নির্বাচন করুন।

তারপর Add Selection থেকে Featured Channel এ ক্লিক করুন

তারপর আপনার ইচ্ছা অনুযায়ি যেকোন একটি টাইটেল দিন। পরবর্তী ঘরে আপনার চ্যানেলের নাম বা কিওয়ার্ড দিয়ে সার্চ করুন।

আপনার চ্যানেল সিলেক্ট করে Done এ ক্লিক করুন

চ্যানেল টি সম্পূর্ন ভাবে এড করার জন্য সবশেষে Publish এ ক্লিক করুন।


এখন আপনার চ্যানেল এর হোম পেইজে গেলেই দেখতে পাবেন।

যারা চ্যানেল এর জন্য নির্দিষ্ট কিওয়ার্ড সেট করতে পারেন না তারা নিচের স্ক্রিনশট গুলি ফলো করুন।

এখান থেকে চ্যানেল এর জন্য নির্দিষ্ট কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারবেন। তারপর সেইভ এ ক্লিক করে পাবলিশে ক্লিক করুন।

বিঃদ্রঃ চ্যানেল এর জন্য কিওয়ার্ড সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেল এর নাম ব্যবহার করবেন। অন্য কারো চ্যানেল এর নাম ব্যবহার করবেন না। প্রতিটি কিওয়ার্ডের পর কমা ব্যবহার করুন।

ভালো ভাবে বুঝার সুবিদার্থে ভিডিও টি দেখতে পারেন।


আমার ইউটিউব চ্যানেল টি ভিজিট করে আসুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।

VISIT & SUBSCRIBE

তো আজকের মত এ পর্যন্তই। হাজির হবো আরো সুন্দর ও ভালো কোন পোস্ট নিয়ে।

একজন নতুন অথর ও ইউটিউবার হিসেবে অনেক কিছু বলেছি যা আপনার কাছে বেশি মনে হতে পারে তারা সেগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকুন সুস্থ্য থাকুন আল্লাহ হাফেয।

_

Post a Comment

0Comments
Post a Comment (0)