NFT কি? বর্তমানে NFT দিয়ে কি করতে পারবেন?

Admin
0
আসসালামু আলাইকুম। আশা করি ট্রিকবিডির প্রতিটি মেম্বার অনেক ভালো ও সুস্থ আছেন মহান আল্লাহর রহমতে। আজকের পোস্ট টি তে আলোচনা তুলে ধরব বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটের আলোচিত বিষয় N.F.T নিয়ে।

প্রথমে N.F.T নিয়ে সাধারন সংজ্ঞা দিয়ে শুরু করি। NFT এর পূর্নরুপ হচ্ছে None Fungible Token. অর্থাৎ যে টোকেনকে অন্য কোন একই বস্ত দ্বারা বিনিময় করা যায় না। এখানে এই টোকেন কে আর্ট / শিল্প এর সাথে তুলনা করা হয়েছে।

সহজে বলতে গেলে, আমরা যেমন ক্রিপ্টো টকেন/কয়েন কে Btc থেকে usdt তে কনভার্ট করি যেহেতু এগুলো একই প্রকারের টোকেন/কয়েন।

 অপরদিকে NFT এর অন্তর্ভুক্ত ছবি,মিউজিক,ভিডিও,এনিমেশন এগুলোকে এগুলো দ্বারা কনভার্ট বা বিনিময় হয় না। এই জন্য ভবিষ্যতে NFT একটি ভালো জায়গা দখল করবে ক্রিপ্টো অনলাইন মার্কেটে। 

তাই বলা যায় NFT আপনাকে বড়লোক হবার স্বপ্ন দেখাতে পারে।

তবে একটা বিষয়ে সমস্যা রয়েছে, সেটি হচ্ছে এই NFT  গুলো যদি সবার কাছেই থাকে একটা পর্যায়ে গিয়ে এইগুলো, কি কাজে লাগবে? নাকি এভাবে পড়ে থাকেবে? 
যেমন আমরা যখন কোন কিছু দোকান থেকে টাকার বিনিময় ক্রয় করি তখন সেটা কোন কাজে ব্যয় করি বা নিজেরা গ্রহন করে থাকি কিংবা পুনরায় বিক্রি করে থাকি।

তাহলে এই NFT বিক্রি ছাড়া আর যদি কোন কাজে না লাগে তাহলে এক পর্যায়ে এটি মূল্যহীন হয়ে পড়বে। এটিরো সমাধান নিয়ে এসেছে NFT তৈরি কারক রা যাদের কাছে NFT থাকবে তারা ক্রিপ্টো টোকেন মাইনিং করতে পারবে বা বিভিন্ন গেইমিং প্রজেক্টে জয়েন করে ইনকাম করতে পারবে অথবা অন্যান্য আরো NFT মিন্ট করা সুযোগ দিবে।

তবে যেকোন NFT থাকলেই আপনি এটা করতে পারবেন না, এমন কিছু NFT রয়েছে যেগুলোতে জয়েন করার পূর্বে বলে দেওয়া হয় কি কি পরবর্তীতে আরো প্রজেক্ট আসতে পারে অথবা পূর্বে কোন কিছুর ইঙ্গিত না দিলেও বুঝা যায় যদি সেটি কোন বড় প্রজেক্টের NFT হয়ে থাকে।

যেমন বাইনেন্স কিছুদিন পূর্বে BAB NFT নামে একটি NFT 1$ এর বিনিময়ে সরবরাহ করেছিল।  এটি যাদের কাছে থাকবে তারা বড় প্রজেক্টে জয়েন করতে পারবে। শুনে অবাক হবেন ইতিমধ্যে অনেকেই এই BAB NFT এর উপর বিভিন্ন প্রজেক্টের NFT 2000-3000$ পর্যন্ত সেল করে ইনকাম করেছে।

BAB NFT মূলত NFT প্রজেক্টে জয়েন করার জন্য টিকেট হিসেবে কাজ করবে। এটি খুজে পাবেন বাইনেন্স এর এই অপশনে। 

তাই আশাকরা যায়, NFT এবং Crypto এই দুইয়ের সমন্বয়ে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে অনলাইন ক্রিপ্টো মার্কেট।

এবার আসি, NFT কিভাবে পাবেন, কোন NFT গুলো আপনাকে ভালো কিছু দিতে পারে এবং NFT কোথায় খুব সহজে ক্রয় বিক্রয় করতে পারবেন?

NFT পাবার জন্য মুলত আপনাকে বিভিন্ন এয়ারড্রপ রিলেটেড ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল গুলোতে প্রতিনিয়ত ফলো করতে হবে। তাহলে ভালো প্রজেক্টের NFT গুলো পেতে আপনার সহজ হবে। 

বর্তমানে Binance, Bybit, Mathewallet এই সকল এক্সচেইঞ্জার ও ওয়ালেটের NFT গুলো অনেক হাইপে রয়েছে।

বিশেষ করে Bybit এর NFT আপনি 0.01$ ক্রয় করে সাথে সাথে 1-2$ বিক্রি করতে পারবেন। তবে এই অফার সব সময় পাবেন না এর জন্য আপনাকে চোখ কান খোলা রাখতে হবে।

কিভাবে  Bybit থেকে NFT ক্রয় বিক্রয় করবেন তারা এই পোস্টটি পড়তে পারেন।

অপরদিকে Binance এর NFT গুলোতে ফ্রিতে এবং ডলার দিয়ে জয়েন করত পারবেন। 

এখন আসি আপনার ওয়ালেটে থাকা NFT গুলো কিভাবে সেল করবেন?

আপনার ওয়ালেটে যে সকল NFT রয়েছে সেগুলো যদি Binance ,  Bybit  এক্সচেঞ্জারে লিস্টেড থাকে তাহলে আপনি সেখানে ট্রান্সফার করে সেল করতে পারবেন।  আপনার NFT এক্সচেইঞ্জারে লিস্টেড আছে কিনা সেটা জানার জন্য NFT এর নাম দিয়ে সার্চ করে সহজেই খুজে বের করতে পারেন।

আর যদি এই সকল এক্সচেঞ্জারে লিস্টেড না থাকে তাহলে আপনি NFT মার্কেটপ্লেসে লিস্ট করে সেল করতে পারবেন। NFT এর অনেক মার্কেটপ্লেস তৈরি হচ্ছে তবে Opensea, GalaxyMarket এবং ElementMarket বেশ জনপ্রিয়। আরো অন্যান্য মার্কেট রয়েছে।

তবে আমার কাছে Element Market বেশি ভালো লেগেছে। এটার ইন্টারফেইস,  এক্টিভিটি অনেক সহজ মনে হয়েছে আমার কাছে।

আপনার ওয়ালেটে Ethereum, BNB,Polygon  এই সকল চেইন নেটওয়ার্কে কি কি টোকেন আছে তা একসাথে দেখার জন্য ও মার্কেটে লিস্ট করার জন্য এই লিংক টি কপি করে Trustwallet এ পেস্ট করুন।

রেফার লিংকঃ https://www.element.market/invite?ref=HKTO

সরাসরি লিংকঃ https://www.element.market/

তারপর আপনার ওয়ালেট টি কানেক্ট করে নিন।

কানেক্ট হয়ে গেলে আপনার ওয়ালেটে থাকা NFT গুলো দেখার জন্য এইখানে ক্লিক করুন।

ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই। এই বিষয়ে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্ন ও মতামত জানাবেন। আল্লাহ হাফেয। 



Post a Comment

0Comments
Post a Comment (0)